আর্তমানবতা সেবায় অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থা এর পক্ষ থেকে গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে চাঁদপুর হাইমচর এলাকার বাংলা বাজার মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে সংগঠনের সভাপতি মোঃ সৈয়দ আহমেদ গাজীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম কবিরাজ, সহসভাপতি আবুল খায়ের এর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক গিয়াস উদ্দিন মিন্টু মাঝি।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট সমাজ সেবক মোঃ ইব্রাহিম খলিল।
বিশেষ অতিথি সাবেক ইউপি সদস্য, প্রশাসনিক উপদেষ্টা মজিবুর রহমান কবিরাজ, বিশিষ্ট সমাজ সেবক, উপদেষ্টা নুরুল ইসলাম (নুরু) গাজী, ইসমাইল ঢালী, নবীন সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক মনির হোসেন, মেহেদী হাসান রাব্বি, রাজু খানসহ আরো অনেকে।
এসময়ে এলাকার শীতার্থদের মাঝে ৫ শতাদিক কম্বল বিতরণ করা হয়। সংগঠনের নেতৃবৃন্দরাজানান আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ