ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

ছাতকে ট্রাকের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

ছাতক প্রতিনিধি | প্রকাশের সময় : সোমবার ১৮ এপ্রিল ২০২২ ১১:২৩:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সোমবার বিকেলে ছাতক উপজেলা সদরের মন্ডলীভোগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাহীন মিয়া শহরের চরেরবন্দ এলাকার শাহাদাত আলীর পুত্র।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মন্ডলীভোগ এলাকায় চন্দ্রনাথ বালিকা উচ্চবিদ্যালয় সংলগ্ন সড়কের পাশে তার বাই সাইকেলটিকে থামিয়ে দাঁড়িয়েছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক (নং সিলেট ড-১১-০০৭০) সাইকেলের উপর বসা অবস্থায় শাহীন মিয়াকে ধাক্কা দিলে সে রাস্তার উপর ছিটকে পড়ে এবং গুরুতর আহত হয়।।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ছাতক হাসপাতালে এবং পরে সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পলাতক রয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।