ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ৬ সেপ্টেম্বর ২০২৪ ১০:১০:০০ অপরাহ্ন | খুলনা

জাতীয় সংগীত পরিবর্তন করার ষড়যন্ত্রের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে শহরের পায়রা চত্বরে উদীচী ও সমমনা সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এসময় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে উদীচিসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেয়।

বক্তব্য দেন, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম, উপদেষ্টা স্বপন বাগচী, গণশিল্পী সংস্থার সভাপতি আব্দুস সালাম, সাংস্কৃতিক কর্মী তারিকুল ইসলাম পলাশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সমন্বয়ক নুসরাত জাহান সাথীসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, এ দেশের জাতীয় সংগীত নিয়ে কোনো রকম অপপ্রচার সহ্য করা হবে না। আর তাই সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দল-মত নির্বিশেষে মাঠে নামার আহ্বান করা হয়।




সবচেয়ে জনপ্রিয়