ঢাকা, বুধবার ৪ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১

জিয়া মঞ্চের সহ সাংগঠনিক নির্বাচিত এডভোকেট সরোয়ার লাভলু

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২২ ডিসেম্বর ২০২২ ০৭:৩৩:০০ অপরাহ্ন | এক্সক্লুসিভ

 

 

জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন এডভোকেট সরোয়ার লাভলু । ২২ ডিসেম্বর ২০২২ ইংরেজি তারিখ জিয়া মঞ্চের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (চলতি দায়িত্ব দপ্তর) ইঞ্জিনিয়ার মোঃ জামাল হোসেন এর স্বাক্ষরিত পত্র হস্তান্তর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক  বিষয়ক সম্পাদক  মীর শারাফত আলী সেপু ও জিয়া মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু তালেব,  কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (চলতি দায়িত্ব দপ্তর)‌ ইঞ্জিনিয়ার মোঃ জামাল হোসেন,  কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোঃ নাসির উদ্দিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোঃ আব্দুস সালাম প্রমুখ।

 

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়েজুল্লাহ ইকবাল বলেন এড সরোয়ার লাভলুকে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে কেন্দ্রের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জিয়াউল কাদের এর সাথে সমন্বয় করে স্বল্পতম সময়ের ভিতর চট্টগ্রাম বিভাগের সকল জেলা ও মহানগর কমিটি ঘোষণার কার্যক্রম সম্পন্ন করবেন বলে আশা ব্যক্ত করেন। উল্লেখ্য যে জাতীয়তাবাদী আদর্শের শহীদ জিয়ার সৈনিক এডভোকেট মোঃ সারোয়ার হোসাইন লাভলু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সীতাকুণ্ড পৌরসভার আইন বিষয়ক সম্পাদক হিসেবে ২০১৪ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদস্য সম্পন্ন করে বর্তমানে সিম্পোজিয়াম ও সেমিনার বিষয়ক সম্পাদক হিসেবে , বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।