ঢাকা, বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

জৈন্তাপুরে গৃহ পালিত পশুর নিবন্ধন কার্যক্রম করার দাবি

জৈন্তাপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ১৩ মার্চ ২০২২ ১১:৫০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেট'র জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা বিষয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের অয়োজনে উপজেলা হল রুমে নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম'র সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা কিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহকারি কমিশনার (ভূমি) রিপামনী দেবী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বাহারুল আলাম বাহার, কামরুজ্জামান চৌধুরী, মো. সুলতান করিম, মো. রফিক আহমদ, মো. ফখরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার উপ পুলিশ পরিদর্শক মো. সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত পথ দিয়ে অবাধে ভারতীয় পণ্য চোরাচালান নিয়ন্ত্রন নিয়ে আলোচনা হয়। সেই সাথে সংশ্লিষ্ট বিজিবি ক্যাম্প গুলো ভুমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। এছাড়া বিজিবি কর্তৃক আটক মালামাল প্রকাশ্যে নিলামের জোর দাবী জানানো হয়। প্রকাশে নিলাম না করে গোপনে নিলাম কার্যক্রম পরিচালনা করা নিয়ে বিভিন্ন সময় নানা বির্তকের সৃষ্টি হচ্ছে যার কারনে সাধারণ মানুষের যান চলাচলের রাস্তা অবরোধ করে ভোক্তভোগিরা ফলে সাধারণ মানুষকে চরম দূর্ভোগের স্বীকার হন।

অপরদিকে জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর, নিজপাট ও চারিকাটা ইউপির বেশির ভাগ সীমান্ত পাশ্ববর্তী দেশ ভারতের মেঘালয়ের সীমান্ত ঘেষা। সীমান্তের বাসিন্ধারা তাদের গৃহপালিত পশু গরু মহিষ সহ তাদের উৎপাদিত পান সুপারী, ঝাড়ু, বাঁশ গাছ বিক্রয়ের জন্য নিয়ে সীমান্ত আইন শৃঙ্খলা বাহিনীর হয়রানীর স্বীকার হতে হচ্ছে।

সেজন্য সীমান্তের বাসিন্ধাদের ভোগান্তি রোধে গৃহ পালিত পশুর নিবন্ধন কার্যক্রম করার দাবী তোলা হয়।