ঢাকা, রবিবার ১৭ নভেম্বর ২০২৪, ৩রা অগ্রহায়ণ ১৪৩১

ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষককে মারধর ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি | প্রকাশের সময় : রবিবার ১৭ নভেম্বর ২০২৪ ০১:০১:০০ অপরাহ্ন | দেশের খবর

ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষককে মারধর, হত্যার হুমকি, শিক্ষা প্রতিষ্ঠানে অবৈধ প্রভাব বিস্তার ও শিক্ষক কর্মচারীদের উপর অত্যাচারের প্রতিবাদে শিক্ষক আজিবর রহমানের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান করেছে।

রোববার সকাল ১০টায় ক্লাস বর্জন করে কালীগঞ্জ শহরের ভূষণ রোডে এ কর্মসূচি পালন করে সরকারী নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধনে শত শত শিক্ষার্থী অংশ নেয়।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা জানায়, ১৪ নভেম্বর সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিবর রহমান স্কুলের ডিবেটিং ক্লাবকে কেন্দ্র করে সহকারী শিক্ষক শামীম উদ্দীনকে মারধর ও অকথ্য ভাষায় হত্যার হুমকি দেন। এ ঘটনার পর থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুসে উঠে। মানববন্ধন থেকে শিক্ষক আজিবর রহমানের বিচার ও অপসারণ দাবি করা হয়। এ ঘটনায় শিক্ষক শামীম উদ্দীন একটি লিখিত অভিযোগ কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দিয়েছেন।

সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা জানান, বিদ্যালয়ের দুইজন সহকারী শিক্ষকের মধ্যে সামান্য একটি বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছিল। যা ঘটনার দিনই সমাধান করে দিয়েছিলাম। তবে আজ রোববার আবার শিক্ষার্থী মানববন্ধন করেছে এটা আমার জানা নেই। যদি করেও থাকে তাহলে তারা বহিরাগত।

 

বায়ান্ন/এসএ