ঢাকা, মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

ঝিনাইদহের মহেশপুরে গাজী টিভির সাংবাদিকের উপর হামলা

বসির আহাম্মেদ, ঝিনাইদহ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ০১:০০:০০ অপরাহ্ন | দেশের খবর

ঝিনাইদহের মহেশপুরে গাজী টিভির সিনিয়র নিউজ রুম এডিটর কিরণ মোস্তফার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় মহেশপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বুধবার সন্ধ্যায় মহেশপুর পৌরসভার মডেল মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। তবে তার অবস্থার অবন্নতি হলে রাতেই যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ছুটিতে থাকার সাংবাদিক কিরণ মোস্তফা সন্ধ্যায় বাড়ি থেকে মহেশপুর উপজেলা শহরে যাচ্ছিলো। পথে পৌরসভা মডেল মসজিদ এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা মহেশপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি শামসুল গাজী, একই এলাকার আলমগীর, ইকরামুল খাঁ, তুহিন খাঁ, খালিদসহ ১০/১২ জন হামলা চালায়। হামলাকারীরা লোহার রড, হাতুড়ি ও লাঠি দিয়ে কিরণ মোস্তফাকে বেধঢ়ক পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভিযুক্ত শামসুল গাজী, আলমগীর, ইকরামুলসহ আরও কয়েকজন কিছুদিন আগে সংখ্যালঘু ও কিরণ মোস্তফার জমি দখল করে খেলার মাঠ বানোনোর চেষ্টা করে। এ নিয়ে আদালতে মামলা করলে মামলা তুলে নিতে প্রায় হুমকি দিতো তারা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পায়নি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

বায়ান্ন/এসএ