দিন শেষে রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিলেন ৩ পরিবারের ৯ জন সদস্য। রাত আনুমানিক ১টা বেজেছে হঠাৎ পোড়ার গন্ধ আসছে চারদিক থেকে, ধোঁয়ায় নিশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আগুনের তাপে সামান্য ঝলছে গেছে শরীলের কিছু জায়গা। ঘুম ভেঙে দেখে চারদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন। এমন অবস্থায় কোন রকম প্রাণ রক্ষা পেলেও বাড়িঘর, আসবাপত্র, নগদ অর্থ কিছুই রক্ষা পায়নি আগুনের হাত থেকে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে শৈলকুপার মোহাম্মদ সুমন হোসেন, আকুল মন্ডল, মকুল মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। তারা সকলেই উপজেলার ১ নং ত্রিবেণী ইউনিয়নের ছোট বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। এতে ৩ পরিবারের বাড়িঘর, আসবাসপত্র নগদ অর্থ আগুনে পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
জানা যায়, ভ্যান চার্জে দেওয়ার পর সেখান থেকে বিদ্যুৎ এর শট সার্কিটের মাধ্যমে আগুনের উৎপত্তি হয়। পরে একে একে তিন বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। যা নিয়ন্ত্রণ করার আগেই ৩টি বাড়ি পুড়ে ছাঁই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জীবন রক্ষা পেয়েছে এটাই অনেক কিছু। মুহূর্তের মধ্যে তিনটা বাড়ির সব পুড়ে শেষ হয়ে গেল। আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও পারিনি।
ভুক্তভোগী মকুল মন্ডল বলেন, সব শেষ হয়ে গেল আমাদের। একে একে তিনটা বাড়িতে আগুন ধরেছে। বাড়ির কিছুই বের করতে পারিনি। ঘরবাড়ি, আসবাবপত্র, টাকা পয়সা সব পুড়ে গেছে।