ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহিলা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নিজস্ব মিলনায়তনে মহিলা সাহাবী হযরত ফাতেমা (রা.) এঁর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর মুহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মহিষাকুন্ড জামে মসজিদের খতিব মাওলানা মুহম্মদ আব্দুল মালেক। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু কার্যক্রম প্রকল্পের ফিল্ড অফিসার মোঃ আব্দুর রশিদ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাস্টার ট্রেনার মাওলানা মোঃ আব্দুল্লাহ আল মামুন।