ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

ঝিনাইদহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত

বসির আহাম্মেদ, ঝিনাইদহ : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ০২:৩৮:০০ অপরাহ্ন | দেশের খবর

ঝিনাইদহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৫ হিজরী উদযাপন উপলক্ষে “বিশ^ শান্তি প্রতিষ্ঠায় হযরত মুহাম্মদ (সাঃ)” শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উদ্যোগে নিজস্ব মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। বিশেষ আতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) এস. এম. রাজু আহম্মেদ, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল।


প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর কামিল মাদ্রার অধ্যক্ষ মাওলানা বাহারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক সহকারী পরিচালক শামীম হোসেন ও ফিল্ড অফিসার মোঃ আব্দুর রশিদ। আলোচনা শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনের অংশ হিসাবে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মাওলানা আবদদুল্লাহ আল মামুন।