ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

ঝিনাইদহে পুলিশ চেকপোস্টের ইনচার্জকে মোটর সাইকেলের ধাক্কা, উপ-পরির্দশক আহত

বসির আহাম্মেদ, ঝিনাইদহ : | প্রকাশের সময় : বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ০৬:৪৩:০০ অপরাহ্ন | দেশের খবর

ঝিনাইদহ সদরের তালবাগান এলাকায় চেকপোস্টের সময় অজ্ঞাত মোটর সাইকেলের ধাক্কায় বেতাই পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক মনিরুজ্জামান হাজরা গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে। তাকে বর্তমানে সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এ ঘটনায় মোটর সাইকেলটি আটক করা গেলেও তার চালক ও আরোহী পলাতক রয়েছে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ঝিনাইদহ সদরের চুলকানী বাজার থেকে চন্ডিপুর বাজার সড়কের তালবাগান এলাকায় চেকপোস্ট করছিল বেতাই ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক মনিরুজ্জামান হাজরা, ২ জন সহকারী উপ-পরিদর্শক ও ১ জন কনস্টেবল। সেসময় হঠাৎ একটি মোটর সাইকেল চুলকানী বাজার থেকে চন্ডিপুর যাওয়ার সময় চেকপোস্টের সামনে এসে গতি কমিয়ে লাইট বন্ধ করে দেয়। তখন হঠাৎ তারা আবার গতি বাড়িয়ে আইসি মনিরুজ্জামানকে সজোরে আঘাত করে। এতে সে রাস্তার উপর পড়ে যায়। সেসময় মোটর সাইকেল চালক ও অপর আরোহীও পড়ে যায়।
তখন গুরুতর আহত মনিরুজ্জামানকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহত মোটর সাইকেল চালক ও অপর জনকে ভ্যানে করে হাসপাতালে আনার সময় ঘটনাস্থল থেকে কিছুদুর আগালেই তারা পালিয়ে যায়।  
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, মোটর সাইকেলে যারা ছিল তারা কোন অপরাধমুলক কর্মকান্ড করেছে অথবা কোন ওয়ারেন্টের আসামী। এমনও হতে পারে তাদের কাছে কোন মাদক ছিল। যার কারনে পুলিশ দেখে সজোরে আঘাত করেছে। মোটর সাইকেলটি আটক করা হয়েছে। পলাতকদের আটক করা গেলে জিজ্ঞাসাবাদ শেষে বোঝা যাবে কি কারনে তারা এ ঘটনা ঘটালো।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: মুসলিমা জিনাত রহমান জানান, আহত মনিরুজ্জামানের মাথা সহ শরীরের অন্যান্য স্থানে আঘাত আছে। সিটি স্ক্যান সহ অন্যান্য পরীক্ষা শেষেই বোঝা যাবে আঘাত গুলো কতটুকু গুরুতর।