ঝিনাইদহের সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ভাই ও ভাতিজার লাঠির আঘাতে আতিয়ার রহমান (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার চরখাজুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আতিয়ার রহমান ওই গ্রামের মৃত ইজাহার মন্ডলের ছেলে।
নিহতের বেয়াই আইয়ুব হোসেন জানান, পারিবারিক জমি নিয়ে আতিয়ার রহমান ও তার ছোট ভাই আল আমিনের বেশ কয়েকদিন যাবত বিরোধ চলে আসছিল। সোমবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে বাঁশ কাটতে গেলে আতিয়ারকে বাঁধা দেয় তার ভাই আল আমিন ও ভাতিজা রমজান আলী। তর্ক-বিতর্কের এক পর্যায়ে আল আমিন ও তার পরিবারের সদস্যরা আতিয়ারকে লাঠি দিয়ে মারধর করে। এতে গুরুতর অসুস্থ হয়ে গেলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, মারামারির পর আতিয়ারের মৃত্যু হয়েছে। তার গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে সঠিক কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।