ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

ঝিনাইদহে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ০৫:৩২:০০ অপরাহ্ন | দেশের খবর
ঝিনাইদহে চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেনের ওপর হামলার প্রতিবাদ ও বাকি আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি ডাকা হয়।
 
এ সময় ব্যানার-ফেস্টুন নিয়ে প্রতিবাদ জানান ঝিনাইদহ প্রেসক্লাব, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরাম, রিপোটার্স ইউনিটি, প্রেস ইউনিটি, বাংলাদেশ প্রেসক্লাবের নেতাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
 
বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সিনিয়র সাংবাদিক বিমল সাহা, নিজাম জোয়াদ্দার বাবলু, সাইফুল মাবুদ, দেলোয়ার কবির ও আসিফ ইকবাল কাজল। টেলিভিশন সংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, সাধারণ সম্পাদক রাজিব হাসান, মাইটিভির জেলা প্রতিনিধি মিঠু মালিথা, রিপোটার্স ইউনিটির সভাপতি এম এ কবির, প্রেস ইউনিটির সভাপতি শাহিদুল এনাম পল্লব, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি স্বপন মাহমুদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
 
সাদ্দাম হোসেনের ওপর হামলাকারী বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। পরে মিছিলে অংশ নেন।
 
গত ২১ সেপ্টেম্বর রাতে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে সাংবাদিক সাদ্দাম হোসেনের ওপর হামলার চালিয়ে পিটিয়ে গুরুতর আহত করে স্থানীয় কয়েকজন। এ ঘটনায় বিপ্লব নামের একজনকে আটক করা হয়েছে।