ঝিনাইদহে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যে ৪’শ কৃষকের মাঝে বিনামুল্যে সার-বীজসহ উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের আয়োজনে এ সহযোগীতা প্রদান করা হয়। সেসময় সদর উপজেলা চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক জাহিদুল ইসলাম বিশ^াস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব, মীর রাকিবুল ইসলাম, বিসিআইসি সার ডিলার জাহাঙ্গীর হোসাইন, ফুরসন্দি ইউনিয়নের চেয়ারম্যান শিকদার শহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানায়, চলতি খরিপ মৌসুমে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সদর উপজেলার ১৭ টি ইউনিয়ন ও পৌরসভার সাড়ে ৪’শ কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজি হাইব্রীড জাতের পেঁয়াজ বীজ, ২০ কেজি রাসায়নিক সার, পলিথিন, ছত্রাকনাশক ও দড়ি প্রদান করা হয়।