টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে পাঁচদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শনিবার সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত ফজলুর রহমান খান ফারুক। এসময় ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী, সাবেক পৌর মেয়র জামিলুর রহমান মিরন উপস্থিত ছিলেন। পরে পৌর উদ্যান থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উদ্যান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় উদ্যানে এসে শেষ হয়। এসময় র্যালীতে জেলা উপজেলার মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।