ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

তিনবার জেলার শেষ্ঠ ওসি হলেন বালিয়াডাঙ্গীর খায়রুল আনাম

মাজেদুল ইসলাম হৃদয়, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও): | প্রকাশের সময় : শনিবার ৪ মার্চ ২০২৩ ০৬:০৬:০০ অপরাহ্ন | দেশের খবর
 
 
তৃতীয় বারের মত ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) পুরস্কার পেলেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম। 
 
শনিবার (৪ মার্চ) সকালে ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আয়োজনে ২০২২ সালে সামগ্রিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে নির্বাচিত ও পুরস্কৃত করেন ঠাকুরগাঁও জেলা পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স এর সভাপতি জনাব নিত্যানন্দ সরকার।
 
এসময় উপস্থিত ছিলেন, এসিজিএম রশেম কুমার দাগা, সিনিয়র জুডিসিয়াশ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান,  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দীন প্রমুখ।
 
জানা যায়, বালিয়াডাঙ্গী থানায় ওসি হিসেবে খায়রুল আনাম যোগদানের পর থেকে আগের তুলনায় আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। ওয়ারেন্টের আসামীদের গ্রেফতার, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেফতারসহ নানা কাজে ভূমিকা রাখে।
 
এর আগে ঠাকুরগাঁও জেলা পুলিশের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সামগ্রিক কর্ম মূল্যায়নে ঠাকুরগাঁও পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ ও আইন-শৃংখলা পর্যালোচনা সভায় বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনামকে সম্মাননা স্মারক তুলে দেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
 
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম জানান, ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর স্যারের নির্দেশে মোতাবেক কাজ করছি বলেই জেলা পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্সে ইতিহাসের প্রথম বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হওয়ার গৌরব অর্জন করেছি। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ মোঃ আসাদুজ্জামান, সিনিয়র এএসপি মোঃ কামরুল হাসান, রানীশংকৈল সার্কেল স্যারদেরকে এবং আমার সহযোগী ও সহযোদ্ধা টীম বালিয়াডাঙ্গী থানার সকল অফিসার ও ফোর্সদের।