সারাদেশে ন্যায় বান্দরবান থানচিতে "প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" প্রতিপাদ্যের যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে উপজেলা মিলনায়তন কক্ষে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ০১ নভেম্বর সকাল ১০:৩০ টা সময় জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র্যালি ও আলোচনা সভা, যুব ঋনের চেক, প্রশিক্ষণ ও সংগঠন নিবন্ধন সনদপত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবুল মনসুর।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, থানচি থানা প্রতিনিধি, এস আই মফিজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ, রেমাক্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুইশৈথুই মারমা প্রমুখ।
এছাড়া বিভিন্ন রেজিস্ট্রিকৃত যুব সংগঠনের সদস্য সদস্যাবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই উপজেলায় রেজিস্ট্রিকৃত যুব সংগঠনের সার্টিফিকেট, যুব ঋণ গ্রহীতাদের চেক বিতরণ করা হয়।
প্রধান অতিথি বলেন, প্রত্যেক যুবকে প্রশিক্ষিত হতে হবে, একজন প্রশিক্ষিত যুব উন্নত জীবন যাপন করতে পারে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশের যুবরা উন্নত জীবন যাপন করবে, তারাই দেশকে উন্নত রাষ্ট্রের পরিনত করবে। তা