ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

থানচিতে ৪ নভেম্বর পর্যন্থ বাড়লো ভ্রমনের নিষিদ্ধ

থানচি (বান্দরবান) প্রতিনিধি, | প্রকাশের সময় : সোমবার ৩১ অক্টোবর ২০২২ ০৬:২২:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
বান্দরবান পার্বত্য জেলা রোওয়াংছড়ি, রুমা, থানচি ও আলিকদম উপজেলা পর্যটকদের ভ্রমনে সাময়িক নিষেধাজ্ঞা জারী বাড়িয়ে ৪ নভেম্বর পর্যন্ত ভ্রমণের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (৩০ অক্টোবর) বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজীর সই করা এক পত্রে এ তথ্য জানানো হয়।
 
গত ২২অক্টোবর মো: লৎফুর রহমান (উপ সচিব), জেলা ম্যাজিস্ট্রেট (রুটিন দায়িত্ব) স্বাক্ষরিত অপর পত্রে থানচি ও আলীকদমে শসস্ত্র বিচ্ছিন্নবাদী সংগঠনের উপস্থিতির বিষয়ে সু -নির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য বান্দরবান রিজিয়ন কর্তৃক আধিপত্য বিস্তার মূলক টহল কার্যক্রম পরিচালনা ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে পর্যটকদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে আলীকদম ও থানচি উপজেলার স্থানীয় ও বিদেশী পর্যটকদের জন্য ৩০ অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ ঘোষনা করা হয়েছিল। একই সাথে এবার স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমণের নিষিদ্ধ অব্যাহত রেখে বাড়ানো হল ০৪ নভেম্বর পর্যন্ত।
 
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর রোয়াংছড়ি ও রুমা এবং ২৩ অক্টোবর এক সপ্তাহে নিরাপত্তার স্বার্থের আলীকদম ও থানচি  দুই উপজেলায় পর্যটকদের  ভ্রমণের নিষিদ্ধ করা হয়েছিল। এবার ৪ নভেম্বর পর্যন্ত চার উপজেলায় দেশি বিদেশী পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞা বাড়ানো হল।