ঢাকা, শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২রা অগ্রহায়ণ ১৪৩১

দিনাজপুরে ঐতিহাসিক কান্তজীউ মন্দির প্রাঙ্গনে মাসব্যাপী রাস মেলার উদ্বোধন

ইউসুফ আলী, দিনাজপুর | প্রকাশের সময় : শনিবার ১৬ নভেম্বর ২০২৪ ১১:১২:০০ পূর্বাহ্ন | দেশের খবর

দিনাজপুর কাহারোল উপজেলার কান্তনগরে ঐতিহাসিক কান্তজীউ মন্দির প্রাঙ্গনে শনিবার (১৬ নভেম্বর) রাত ১২টা ১ মিনিটে মাসব্যাপী রাস পুজা উৎসবের মধ্য দিয়ে রাসমেলার উদ্বোধন ঘোষণা করা হয়েছে। 

 শুক্রবার গত (১৫ নভেম্বর) রাত ১০ টায় দিনাজপুর কাহারোল উপজেলার কান্তনগরের কান্তজীউ মন্দির প্রাঙ্গনে রাস বেদিতে উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর রাজ দেবত্বরস্ট্রেটের এজেন্ট শ্রী রঞ্জিত কুমার সিংহ এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার বোরহান উদ্দিন আহমেদ।

তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী কান্তজীউ মন্দির একটি ইতিহাস রয়েছে। এই ঐতিহ্যবাহী রাস মেলা মাসব্যাপী অনুষ্ঠিত হয়ে আসছে প্রায় পৌনে ৩ শত বছর থেকে। এই এলাকার সকল ধর্মের  মানুষের অংশগ্রহণ ও সহযোগিতায় সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবে সহযোগিতা দিয়ে মেলার কার্যক্রম সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম হবে না সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে এই ঐতিহাসিক কান্তনগর এর মেলা শুরু থেকে শেষ পর্যন্ত চলবে বলে তিনি ঘোষণা দেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বরূপ বকশি বাচ্চু,দিনাজপুর জেলা দুদক সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার ডিসি রায়,কাহারোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মামুনুর রশিদ চৌধুরী,কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা আহমেদ বাদশা, সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জুয়েল বিশ্বাস,দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল ও কাহারোল থানার ওসি প্রমুখ । 

বায়ান্ন/এসএ