ঢাকা, শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১লা অগ্রহায়ণ ১৪৩১

দিনাজপুরে জন্ম বধির ও শ্রবণ প্রতিবন্ধি শিশুদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

ইউসুফ আলী, দিনাজপুর | প্রকাশের সময় : শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪ ০৫:৩৫:০০ অপরাহ্ন | দেশের খবর

দিনাজপুরে জন্ম বধির ও কানে কম শোনা, কথা বলতে না পারা (শ্রবণ প্রতিবন্ধি) শিশুদের জন্য দুই দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। 

ন্যাশনাল সেন্টার ফর হিয়ারিং এন্ড স্পিস ফর চিল্ড্রেন (সাহিক), মহাখালী, ঢাকা এবং দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৫ নভেম্বর) জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ক্যাম্পাসে ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ। 

দুই দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে নাক, কান ও গলা রোগির ফ্রি চিকিৎসা দেয়া হবে। এতে রোগি দেখবেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের কনসালটেন্ট বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডা. মো. আব্দুল ওয়াহাব খান, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. অজান্তা রানী সাহা ও নাক কান গলা বিশেষজ্ঞ ডা. বুলন্দ আকতার টগর।

অনুষ্ঠানে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, ডা. জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ মো. আনোযারুল কবির, লিয়াজো অফিসার গোলাম রসুর রকেটসহ জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারি উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপি (১৫ ও ১৬ নভেম্বর ২০২৪) ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসক ও টেকনিশিয়ান দলের অন্যান্য সদস্যরা হলেন- ডা. মো. ওয়াকিলুর রহমান, ডা. শেখ তোফাজ্জল হোসেন, ডা. সুবীর কুমার দাস, মোহাম্মদ করিম উল্লাহ,কাজী মো. তানবীর আজিজ, মো. ওমর ফারুক ও মো. নাসির উদ্দিন।

উল্লেখ্য, দুই দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল ৯টা থেকে দুপুর দেড়টা ও দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোগি দেখা হবে।

বায়ান্ন/প্রতিনিধি/একে