ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

দূর্গাপুরে পুলিশের এসআইকে কুপিয়ে হত্যা

দিলওয়ার খান, নেত্রকোনা | প্রকাশের সময় : শনিবার ১১ জানুয়ারী ২০২৫ ০৯:৪৬:০০ পূর্বাহ্ন | দেশের খবর

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের এলোপাথারি কোপে শফিকুল ইসলাম নামের (৪৫) পুলিশের এক এসআই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

এসআই শফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পৌর শহরের বাগিচাপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি জামালপুর পুলিশ লাইন্সে এসআই হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার সুত্রে জানা গেছে, গতকাল (৮ জানুয়ারি) ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বাজার করার উদ্দ্যেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন। পথিমধ্যে ওই এলাকায় বেশ কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ  হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে, রাত সাড়ে ১১টার দিকে শফিকুল মারা যান।

এ হত্যাকাণ্ডের ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, এসআই শফিকুল হত্যায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনার পরপরই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত আসামীদের ধরতে চারদিকে পুলিশী কার্যক্রম চলমান রয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ