দেড় মাসের শিশুকে বাসায় রেখে সপ্তাহদিন ধরে নিখোঁজ রয়েছেন সিলেট নগরীর ঘাসিটুলা এলাকার এক গৃহবধূ। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়রি করেছেন শিশুটির পিতা মো. সাইফুল (২৫)। নিখোঁজ গৃহবধূ চাঁদপুর জেলার শাহারাস্তি থানার শ্রীপুর গ্রামের রমিজ মিয়ার মেয়ে সেলি বেগম (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, ২০ নভেম্বর দেড় মাসের শিশুকে বাসায় রেখে স্ত্রী নিখোঁজের বিষয়টি জানিয়ে মো. সাইফুল সিলেট কোতোয়ালী থানায় সাধারণ ডায়রি করেন।
সাধারণ ডায়রিতে সাইফুল জানান, ‘ঘটনার দিন সকালে স্ত্রী-সন্তানকে বাসায় রেখে কাজের উদ্দেশ্যে বাইরে যায়। কাজ শেষে বিকাল ৪টার দিকে বাসায় এসে দেখি আমার স্ত্রী সেলি বেগম (২২) বাসায় নাই। তখন আমার আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করি। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাই নাই। বর্তমানে আমার দেড় মাসের কন্যা সন্তান মা’র জন্য খুব কান্নাকাটি করছে।’
এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ডিউটি অফিসার জানান, ‘গৃহবধূ নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে বিভিন্ন এলাকার থানাতে খবর পাঠানো হয়েছে।’