ঢাকা, শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১লা অগ্রহায়ণ ১৪৩১

দোহারে শহিদদের স্বরণে ‘শহীদী মার্চ’ পালিত

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩৭:০০ অপরাহ্ন | দেশের খবর

গণ অভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে শহীদদের স্বরণে ছাত্র-জনতার শহীদী মার্চ পালিত হয়েছে দোহারে। 

 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)  দুপুরে দোহার  বৈষম্যবিরোধী আন্দোলনের আয়োজনে দোহারের জয়পাড়া  কলেজ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি থানার মোড়  প্রদক্ষিণ করে  লটাখোলা করম আলীর মোড় এ এসে শেষ হয়। 

 

মিছিলে বিভিন্ন স্লোগান দেয় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। তারা স্লোগানে বলেন ‘শহীদের স্বরণে, ভয় করিনা মরনে’, ‘শহীদদের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’।  ফাঁসি ফাঁসি ফাঁসি চাই শেখ হাসিনার  ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই  সালমানের ফাঁসি চাই,

 

ফাঁসি ফাঁসি ফাঁসি চাই আলমগীরের ফাঁসি চাই।