নওগাঁয় সাড়ে ৫ হাজার গ্রাহকের প্রায় ৬০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা বন্ধু মিতালী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী (এমডি) নাজিম উদ্দীন তনু’কে গ্রেপ্তার ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভুগি গ্রাহকরা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১২টার সময় শহরের মুক্তির মোড় এলাকায় প্রায় ২ শতাধিক গ্রাহক ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন।
মানববন্ধনে ভুক্তভুগিরা জানান, নওগাঁ শহরের খাঁস-নওগাঁ পোষ্ট অফিস পাড়া এলাকায় গত কয়েক বছর থেকে বেসরকারী সংস্থা বন্ধু মিতালী ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্টান ঋণদান কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। জামানাতকারীদের লাখে দুই থেকে আড়াই হাজার টাকা মুনাফা দিতেন প্রতিষ্ঠানটি। জেলার ১১টি উপজেলার বিভিন্ন স্থানে এ সংস্থার শাখা রয়েছে। উচ্চ মুনাফার ফাঁদে পড়ে গ্রামের সহজ সরল শত শত মানুষ টাকা জামানাত রাখেন।
গত ১২ নভেম্বর সংস্থার সব কার্যক্রম বন্ধ করে দিয়ে রাতের আধারে সাড়ে ৫ হাজার গ্রাহকের প্রায় ৬০ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায় সংস্থাটির পরিচালক ও চেয়ারম্যান। শত শত গ্রাহক প্রতিদিন সংস্থার প্রধান কার্যালয়ে গিয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। গ্রাহকদের পক্ষ থেকে থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
বায়ান্ন/প্রতিনিধি/একে