ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

নবীনগরে সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা

কামরুল ইসলাম, নবীনগর | প্রকাশের সময় : শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫ ০২:৩০:০০ অপরাহ্ন | দেশের খবর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুটে সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৫ শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে পঞ্চম বারের মতো ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বিদ্যাকুট পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাঈদ ফাউন্ডেশনের কর্ণধার ও নবীনগর মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মো. সায়েদুল হক সাঈদ।

আয়োজকরা জানায়, আর্তমানবতা ও নবীনগরবাসীর সেবায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণী কর্মসূচি মোঃ সায়েদুল হক সাঈদ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে "ফ্রি মেডিকেল ক্যাম্প" পরিচালনা করা হচ্ছে। ফ্রি চিকিৎসা সেবা নবীনগরের প্রত্যেক জন-সাধারণের নিকট পৌঁছে দিতে এ কার্যক্রম চলমান থাকবে। জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ডাক্তারদের তত্ত্বাবধানে ও বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। এ বিদ্যাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, নাগপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবু হানীফ মোল্লাসহ স্থানীয় বিএনপি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ