ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

নরসিংদী জেলা পুলিশ সুপারের উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাজমুল হাসান, নরসিংদী : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ০৫:৫৮:০০ অপরাহ্ন | দেশের খবর

নরসিংদী মডেল থানার অন্তর্গত সকল শ্রেণি পেশার লোকজন, সূধী সমাজ, মুক্তিযোদ্ধা, শিক্ষক,পুরোহিত,ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছেন নরসিংদী মডেল থানা পুলিশ। নরসিংদীর নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় করেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী মডেল থানা প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূইয়া’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নরসিংদী সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম সোহাগ, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন,নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধা, নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান রিপন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে নবাগত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে একটি বিশেষ সেল খোলা হবে, যেখানে ফোন করার সাথেই একজন পুলিশ কর্মকর্তা সেবা প্রদানে ২৪ ঘন্টা প্রস্তুত থাকবে। স্কুল কলেজ চলাকালীন সময়ে রাস্তায় কোন আড্ডা দেওয়া যাবেনা। এসময় রাস্তায় কাউকে পেলেই তার স্থান হবে জেল হাজতে।