টাঙ্গাইলের নাগরপুরে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল বাতেন এমপি স্মৃতি গোল্ডকাপ ফাইনাল ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ব্যাপক দর্শকের উপস্থিতিতে এই জাকজমকপূর্ণ এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
কোনড়া এমডি ক্লাবের আয়োজনে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ.লীগ প্রচার ও প্রকাশনা উপ কমিটি'র সদস্য কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল। এমডি ক্লাব সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে স্টেডিয়াম চত্বর সাধারণ দর্শকে কানায় কানায় পূর্ণ উপভোগ্য এই খেলার উদ্বোধন করেছেন বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু।এতে চাচিতারা প্রগতি সংঘ সাটুরিয়া ৩-১ গোলে হারিয়ে সাফর্ত্তা জনকল্যাণ সমিতি মির্জাপুর চ্যাম্পিয়ন হয় এবং পুরষ্কার প্রদান করা হয়।