টাঙ্গাইলের নাগরপুর উপজেলা শাখা হিন্দু যুব পরিষদ আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন টাঙ্গাইল জেলা হিন্দু যুব পরিষদ। শনিবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ হিন্দু যুব পরিষদ টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক কার্তিক চন্দ্র শীল ও সদস্য সচিব পবিত্র সরকার এর স্বাক্ষরিত সাংগঠনিক প্যাডে, দাতাকর্ণ হালদার কে আহবায়ক ও সঞ্জয় কর্মকার'কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দিয়েছেন।
টাঙ্গাইল জেলা হিন্দু যুব পরিষদের আহবায়ক কার্তিক চন্দ্র শীল বলেন আর কিছু দিন পরেই হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয়া দূর্গা পূজা। আর দূর্গা পূজাকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্য ও হিন্দু ধর্মাবলম্বীদের অধিকার আদায়ের লক্ষ্য সর্বদা তাদের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতিতে আমরা এ কমিটির অনুমোদন দিয়েছি। সিনিয়র যুগ্ম আহবায়ক গোপাল সরকার নাগরপুর উপজেলা হিন্দু যুব পরিষদের আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি ধন্যবাদ জানাই টাঙ্গাইল জেলা হিন্দু যুব পরিষদের আহবায়ক ও সদস্য সচিব'কে সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য। আর আমি আশাবাদী যে পূর্বের ন্যায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আরোও অধিক শক্তিশালী হয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন নাগরপুর উপজেলা হিন্দু যুব পরিষদ। হিন্দুদের অধিকার আদায়ের লক্ষ্য আপোষহীন ও প্রতিটি মহৎ কাজের সাথে যুক্ত থাকবে এই কমিটি। সদস্য সচিব পবিত্র সরকার বলেন, ইতিমধ্যে আমরা টাঙ্গাইল জেলার বেশ কয়েকটি উপজেলা আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছি, তার ন্যায় আজ নাগরপুর উপজেলা শাখার হিন্দু যুব পরিষদ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। আমি এই আশাবাদ ব্যাক্ত রাখি যে প্রতিটি ধর্মানুষ্ঠান ও ভালো কাজের সাথে সম্পৃক্ত হয়ে বাংলাদেশের মধ্যে অনন্য এক দৃষ্টি স্থাপন করবে এই নাগরপুর উপজেলা হিন্দু যুব পরিষদ।
উল্লেখ্য; আগামী ৩ মাসের জন্য এ আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন টাঙ্গাইল জেলা হিন্দু যুব পরিষদ আহবায়ক কমিটি।