ঢাকা, বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

নিম্ন ও উচ্চ আয়ের মানুষের মধ্যে মাদকের সংশ্লিষ্টতা বেশি: সিলেটে পরিকল্পনা মন্ত্রী

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : রবিবার ১৩ মার্চ ২০২২ ১১:৪৯:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সমন্বিত সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মন্তব্য করছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মাদকের ব্যাবহার উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে প্রথাগত আইনের পাশাপাশি প্রচলিত সামাজিক বিধিনিষেধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

রোববার সকালে সিলেট নগরীর একটি হোটেলের কনফারেন্স হলে 'মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সম্বনিত কর্ম পরিকল্পনা প্রনয়নে' কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের একেবারে নিম্নআয়ের মানুষ ও উচ্চ আয়ের মানুষের মধ্যে মাদকের সংশ্লিষ্টতা বেশি। মধ্যম আয়ের মানুষের মধ্যে তুলনামূলক কম। বিশেষ করে, নিম্ন আয়ের মানুষ স্বল্পমূল্যের ও অধিক ক্ষতিকর মাদক ব্যবহার করছে।

মাদকের ব্যাবহার কমিয়ে আনতে অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনা প্রয়োজন বলে মনে করেন মন্ত্রী।

দিনব্যাপী কর্মশালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা ও মেট্রপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর সহযোগিতায় কর্মশালা আয়োজন করে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়।