ঢাকা, মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪, ৭ই কার্তিক ১৪৩১

নির্বাচনী ব্যবস্থার সংস্কারে নাগরিকের মতামত আহ্বান কমিশনের

জ্যেষ্ঠ প্রতিবেদক: | প্রকাশের সময় : মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ০২:২৭:০০ অপরাহ্ন | জাতীয়

১৫ নভেম্বরের মধ্যে জনসাধারণের কাছে নির্বাচনী ব্যবস্থার সংস্কারে পরামর্শ , মতামত এবং প্রস্তাব আহ্বান করেছেন নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন। 

মঙ্গলবার (২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জনসাধারণের মতামত চেয়ে অনুরোধ জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। 

৩ অক্টোবর অন্তর্র্বতী সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করে। এই কমিশন অবাধ, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার মূল্যবান পরামর্শ, মতামত ও প্রস্তাব জানতে আগ্রহী। এতে সবার কাছে কমিশন সুনির্দিষ্ট পরামর্শ চেয়েছে।

এ প্রেক্ষাপটে নির্বাচনী ব্যবস্থার সংস্কার বিষয়ে অভিজ্ঞতালব্ধ ও সুনির্দিষ্ট মতামত ই–মেইল, ওয়েবসাইট বা কমিশনের ফেসবুক পেজে ১৫ নভেম্বরের মধ্যে পাঠাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।