ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

নীলফামারীতে ট্রেনে কাটা পরে মারা যাওয়া পরিবারের মাঝে নগদ টাকা ও চেক প্রদান করেন রেলমন্ত্রী

আব্দুর রশিদ শাহ নীলফামারী : | প্রকাশের সময় : শনিবার ১১ ডিসেম্বর ২০২১ ০৫:৫৭:০০ অপরাহ্ন | জাতীয়

রেলপথ মন্ত্রী নূরল ইসলাম সুজন বলেন, আগামী বছর পদ্মাসেতুতে রেল যোগাযোগ  চালু হওয়ার পাশাপাশি ২০২৪ সালের মধ্যে যমুনা নদীর উপরে ডুয়েলগেজ বঙ্গবন্ধু দ্বিতীয় রেল সেতুও চালু হবে। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর  গ্রামীন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন নতুন সড়ক পথ নির্মান করছে। এতে অনেক স্থানে লেভেল ক্রসিং এ প্রতিবন্ধক ও গেটম্যান নেই । এই বিষয়গুলো দেখার দায়িত্ব স্থানীয় সরকার বিভাগের। এ কারনে রেললাইন পারাপারে অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছে।

 

নুরল ইসলাম সুজন আজ শনিবার দুপুরে নীলফামারী সদর উপজেলার মনসাপাড়া বউবাজারে দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন,্জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ,এডিসি আজহারুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মোখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারসহ দলীয় নেতৃবৃন্দ। 

গত ৮ডিসেম্বর খুলনা মেইল ট্রেনে কাটা পরে একই পরিবারের ৩ ভাই-বোন ও উদ্ধারকারী এক যুবক মারা যায়। ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের পরিবার দুটিকে নগদ টাকা ও জেলা প্রসাশকের পক্ষ থেকে চেক প্রদান করেন।