ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

পাহাড় কাটার ছবি তুলতে সাংবাদিকের উপর হামলা

আবদুল আউয়াল রোকন হাটহাজারী : | প্রকাশের সময় : রবিবার ১৫ মে ২০২২ ১১:৫৭:০০ পূর্বাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে পাহাড় কাটা ছবি তুলতে হামলার শিকার হন সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম। তিনি চট্টগ্রামের একটি আঞ্চলিক পত্রিকার কর্মরত ফটোসাংবাদিক। শনিবার (১৪ মে) হাটহাজারী থানাধীন দক্ষিণ পাহাড়তলীতে হামলার শিকার হয়েছেন। এ বিষয়ে তিনি হাটহাজারী থানায় লিখিত অভিযোগ করেছেন।

জাহাঙ্গীর আলম বলেন, হাটহাজারীতে পাহাড়ি ভূমির মাটি কেটে বিক্রি করছে পরিবেশ ধ্বংসকারী ভূমিদস্যু ও মাদক কারবারিরা। পাহাড় কাটার ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন তিনি। হামলাকারীরা তার ঘরে এসেও হামলা করেছেন বলেও অভিযোগ করেন তিনি। এতে তিনি মারাত্মক হুমকির মুখে রয়েছেন। হামলার শিকার হয় থানায় অভিযোগ করার ফলে হামলাকারীরা আরো বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। 

এই ফটোসাংবাদিক হামলার শিকার হওয়ার খবর ছড়িয়ে পড়লে এক প্রতিবাদের ঝড় ওঠে। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রামের কর্মরত বিভিন্ন সাংবাদিক ও সাংবাদিকদের সংগঠন।

এ ব্যাপারে হাটহাজারী থানার অফিসার ইনচার্জ বলেন, আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।