ঢাকা, বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

ফকির আফছর শাহ দরবার শরীফে আজ ওয়াজ মাহফিল

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : সোমবার ১৪ মার্চ ২০২২ ১২:৩৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেট দক্ষিণ সুরমার নাজিরবাজারস্থ সরবাজপুর লম্বাগাওয়ের ফকির আফছর শাহ দরবার শরিফে আজ সোমবার বেলা ২ টায় ওয়াজ মাহফিল শুরু হবে। শেষ হবে মঙ্গলবার শেষ রাতে। ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন যথাক্রমে লালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ শফিক আহমদ ও ফরিদপুর মাদরাসার হাফিজ মো. জমিলুল হক। 

প্রধান অতিথি হিসেবে ওয়াজ মাহফিলে বয়ান পেশ করবেন আল্লামা নজমুদ্দিন চৌধুরী ছাহেবজাদা ফুলতলী, আল্লামা শিহাব উদ্দিন চৌধুরী ছাহেবজাদা ফুলতলী ও আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ছাহেবজাদা ফুলতলী। 

বিশেষ অতিথির বয়ান পেশ করবেন জালালপুর সিনিয়র ফাযিল মাদরাসার প্রিন্সিপাল আল্লামা জ. উ. ম আবদুল মুনাঈম, বুরাইয়া কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী, বিশেষ আকর্ষণ হবিগঞ্জের পিরোজপুরের মাওলানা মুফতি আবদুল মজিদ। 

ওয়াজ মাহফিলকে সর্বাত্মক সফল করে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আবদুল মুকিদ।