ঢাকা, সোমবার ১৩ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

ফুলবাড়িয়ায় চাল কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে

মো. হাবিব, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ ১০:৪০:০০ অপরাহ্ন | দেশের খবর

খাদ্য অধিদফতর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চালের পরিবর্তে ২৬ বা ২৮ কেজি করে চাল বিতরণের অভিযোগ উঠেছে। ফুলবাড়িয়ায় উপজেলার ৪নং বালিয়ান ইউনিয়নের মোহাম্মদ নগর বাজারে হতদরিদ্রদের মাঝে  ডিলারের চাল বিতরণে মঙ্গলবার এমন ঘটনা ঘটে।

ডিলার মোঃ দিদারুল ইসলাম টিটু ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ কালে ৩০ কেজির বদলে ২৬ কেজি করে চাল দেওয়ার বিষয়টির অভিযোগ করে দরিদ্র কার্ডধারী ও স্থানীয়রা। কার্ডধারী মোঃ আমিরুল ইসলাম বলেন, আমি কার্ড দিয়ে চাল নিয়ে অন্য দোকানে ওজন করে দেখি ২৬ কেজি। চাল কম দেওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি দুপুরে ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব ব্রত বিশ্বাস ও খাদ্য পরিদর্শক নাজমুনাহারকে ঘটনাস্থলে পাঠালে অনিয়মের প্রমাণ পায়। চাল কম পাওয়ায় বাইরে হট্টগোল শুরু করে দরিদ্র কার্ডধারীরা। চাল বিতরণ কেন্দ্রে পাওয়া যায়নি কোনো ওজন মাপার মেশিন। ৫০২ জন মধ্যে ৪৮১ জন কার্ডধারী চাল পেয়েছেন।

উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা কর্মকর্তা দেব ব্রত বিশ্বাস বলেন, আমি চাল নেওয়ার সময় ডিলাদের বলে দেই ওজন দিয়ে নিবেন। কোন ছেড়া বস্তা থাকলে আমাকে জানাবেন।

এ বিষয়ে ইউএনও মোঃ নাহিদুল করিম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।