ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

ফেনীতে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

এম. এমরান পাটোয়ারী,ফেনী | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪ ১০:৫০:০০ পূর্বাহ্ন | দেশের খবর

ফেনীর ফুলগাজীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিল সহ মো: জহির (৩৬)নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মো: জহির ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাশেম নেতার বাড়ীর আবুল খায়েরের ছেলে।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  উপ-পরিচালক সোমেন মন্ডলের নেতৃত্বে একটি টিম ফুলগাজী উপজেলার আনন্দ পুর ইউনিয়নে ঐ বাড়ীতে অভিযান চালায় এসময় জহিরের বসত ঘর থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে জহিরকে গ্রেফতার করে।

বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনীর উপ-পরিচালক সোমেন মন্ডল এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরী এর নেতৃত্বে  ১২ জন ডিএনসি সদস্যদের সমন্বয়ে গঠিত রেইডিং টিম ফুলগাজী থানাধীন দক্ষিণ আনন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন তালিকাভুক্ত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহমেদ চৌধুরী বাদী হয়ে ফুলগাজী থানায় একটি মামলা দায়ের করে।