ফেনীর ছাগলনাইয়া উপজেলায় চুরি ডাকাতি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মনে আতংক ছড়িয়ে পড়েছে। নিজেদের শেষ সম্বলটুকু হারিয়ে দিশেহারা গ্রামের সাধারণ মানুষ। প্রায় প্রতিদিন কোথাও না কোথাও চুরি ডাকাতির ঘটনা ঘটছে। এদিকে চুরি ডাকাতি বেড়ে যাওয়ায় প্রতিবাদে বিক্ষোভ মশাল মিছিল করেছে সচেতন এলাকাবাসী।
গতকাল শনিবার সন্ধ্যায় ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কের হাজারী পুকুর স্ট্যান্ডে মশাল হাতে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিল এ নিয়ে তারা প্রধান সড়ক হয়ে করৈয়া বাজার প্রদক্ষিণ করে। এসময় তারা চোর-ডাকাত ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন।
বিভিন্ন সূত্রের তথ্যমতে, গত এক মাসে অন্তত ১৫টি বাসাবাড়িতে চুরি-ডাকাতি হয়েছে। এরমধ্যে গরু চুরি বেশি হয়েছে। আশংকাজনক হারে চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে ক্ষোভ রয়েছে। পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলাকে দায়ী করেন অনেকে। তবে পুলিশের দাবি, তারা এলাকায় নিয়মিত টহল দিচ্ছেন।
ক্ষতিগ্রস্তরা জানান, এসব চুরি ডাকাতির বিষয়ে থানায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাননি তারা। রাতে পুলিশের টহল না থাকায় প্রতি রাতেই চুরি-ডাকাতি হচ্ছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ছাগলনাইয়া শাখার সাধারণ সম্পাদক আবদুল আউয়াল চৌধুরী বলেন, ছাগলনাইয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। পুলিশ এখনও নিষ্ক্রিয়। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না।
তিনি আরও বলেন, তার বাড়ির এলাকায় এখন রাত জেগে পাহারা দেন গ্রামবাসী। নিজেদের জানমাল রক্ষার্থে প্রত্যেকে যার যার এলাকায় রাত জেগে পাহারা দেওয়ার পরামর্শ দেন।
ছাগলনাইয়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, চুরি ডাকাতি ঠেকাতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। রাত ১২টার পর পৌরসভা এবং ১১টার পর গ্রামাঞ্চলের দোকানপাট বন্ধ রাখতে সবাইকে অনুরোধ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশ সতর্ক রয়েছে।
বায়ান্ন/প্রতিনিধি/একে