ঢাকা, শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

বগুড়ার কাহালুতে স্কুল ছাত্র নাঈম হত্যার মৃত্যু দন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৬ জুলাই ২০২৩ ০৭:১৯:০০ অপরাহ্ন | দেশের খবর

 বগুড়ার কাহালুতে আলোচিত স্কুল ছাত্র নাঈম হত্যা মামলার মৃত্যু দন্ডপ্রাপ্ত পলাতক আসামি জাকারিয়া (৩৪) কে কাহালু থানা পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাড়ি কাহালু পৌর এলাকার উলহট্ট গ্রাম হতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। কাহালু থানা অফিসার ইনচার্জ মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। জাকারিয়া কাহালু পৌর মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান এর ছেলে। পুলিশ জানায়, ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি জাকারিয়াকে ধরতে গত দুই সপ্তাহ ধরে সোর্স লাগানো হয়। সোর্সের তথ্যের ভিত্তিতে আসামি জাকারিয়ার অবস্থান নিশ্চিত হয়ে ওসি মাহমুদ হাসান এর দিক নির্দেশনায় ফিরোজ ওয়াহিদ (ওসি তদন্ত) সঙ্গীয় ফোর্স নিয়ে কাহালু পৌর এলাকার উলহট্ট গ্রামে জাকারিয়ার বাড়ি ঘিরে ফেলে তাকে গ্রেপ্তার করে। উল্লেখ্য যে ২০১২ সালে ৫ এপ্রিল সকাল ১১ টায় নাইমকে প্রাইভেট নোটবই দেয়ার কথা বলে নাইমকে অপহরণ করে কাহালু স্টেশন রোডে জাকারিয়ার বাবার একটি দোকান ঘরে আটকে রেখে মোবাইল ফোনে নাইমের বাবার কাছে মুক্তি পোণের ৫ লাখ টাকা দাবি করে। টাকা দিতে দেরি হওয়ায় জাকারিয়াসহ তার অন্য সহযোগি মিলে নাঈমকে হত্যা করে বস্তায় ভরে তার বাবা আলহাজ্ব আব্দুল মান্নানের ইট ভাটার আগুনে পুড়ে ফেলে। নাঈম কাহালুর নারহট্ট ইউনিয়নের রোস্তম চাপড় গ্রামের মোঃ রফিকুল ইসলামের একমাত্র ছেলে ও কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলে।

উল্লেখ্য ফাঁসির দন্ডপ্রাপ্ত ২জন আসামীর মধ্যে কাহালু থানা পুলিশ জাকারিয়াকে গ্রেফতার করে।