বগুড়ার নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন নাতির হাতে দাদি খুন হয়েছে। ঘটনাটি ঘটে নন্দীগ্রাম শহরের ওমরপুরহাট এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে ওমরপুরহাট এলাকার দয়াল মোহাম্মদ আলীর মানসিক ভারসাম্যহীন ছেলে মহির উদ্দিন (২৫) তার দাদি জরিয়ম বিবিকে (৭০) দড়ি দ্বারা গলায় ফাঁস দিয়ে হত্যা করে।
জরিয়ম বিবি ওমরপুরহাট এলাকার মৃত উকিল প্রামাণিকের স্ত্রী। দাদি ও নাতি দুইজনই মানসিক ভারসাম্যহীন ছিলো। সেই কারণে দুইজনকেই এক ঘরে বেঁধে রাখা হয়। ঘটনার কিছুক্ষণ পূর্বে মহির উদ্দিন তার হাতের বাঁধন দাঁত দিয়ে কেটে ফেলে। এরপর তার দাদি জরিয়ম বিবিকে দড়ি দ্বারা গলায় ফাঁস দিয়ে হত্যা করে। তারপর মহির উদ্দিন একই এলাকায় তার ফুফুর বাড়িতে পালিয়ে যায়। পরে থানা পুলিশ খবর পেয়ে মহির উদ্দিনকে তার ফুফুর বাড়ি হতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত মহির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। নিহত জরিয়ম বিবির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শুনেছি দাদি ও নাতি উভয়ই মানসিক ভারসাম্যহীন ছিলো।