বগুড়ার সারিয়াকান্দিতে চালুয়াবাড়ী ইউনিয়নের মানিকদাইড় মৌজার ৫০০ একর জমি জোরপূর্বক দখল করার চেষ্টার প্রতিবাদে শনিবার সকালে মানববন্ধন করেছে মানিক দাইড় গ্রামের এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, কৃষক কাজিম উদ্দিন, আব্দুল জলিল, চালুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য জাহিদুল ইসলাম, ফরিদ উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, চালুয়াবাড়ী ইউনিয়নের মানিকদাইড় মৌজার জমি নিয়ে বিরোধের কারণে সুপ্রীম কোর্টে ১৯১৮/২৩ ইং লিপ টু আপীল মামলা বিচারধীন আছে। বিচারাধীন থাকা সত্ত্বেও পার্শ্ববর্তী ইসলামপুর উপজেলার কাঠমাকৃষ্ণ নগর এলাকার আসাদ মাস্টার, শফিকুল ইসলাম, বারিক প্রামানিক, জহুরুল ইসলাম, বাদশা মন্ডল, লতিফ কামারসহ তাদের পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে মানিক দাইড় মৌজার মানিকদাইড় গ্রামবাসীর এস.ত্র খতিয়ানভুক্ত পৈত্রিক সম্পতি প্রায় ৫০০ একর জমি দখলের চেষ্টা করছে। তাদের নামে কোন কাগজপত্র না থাকলেও জমিগুলো বারবার দখলের চেষ্টা করছে এবং ভয় ভীতি দেখাচ্ছে। সেখানে বসবাসরত পরিবারগুলো আরো জানান, তাদের বাড়িঘর ভেঙ্গে নিয়ে যেতে চাপ দেয়া হচ্ছে। বাড়িঘর ভেঙ্গে না নিয়ে গেলে বসতি পরিবারের নিকট থেকে ২৫/৩০ হাজার টাকা দাবী করা হচ্ছে। বসত ভিটার জমির টাকা না দিলে বাড়িঘরে উচ্ছেদ করার হুমকি দেয়া হচ্ছে। তারা আরো জানান, দীর্ঘদিন আগে মানিক দাইড় গ্রামে জমি দখলের চেষ্টায় শতাধিক পরিবারের বাড়ি ঘরে অগ্নি সংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছিল। এজন্য এলাকাবাসী এখন চরম আতংকিত হয়ে উদ্বেগ- উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন। বিষয়টি নিষ্পত্তি করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। উক্ত মানববন্ধনে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম, আব্দুল করিম, মমতাজুর রহমান, নজির উদ্দিনসহ ৫ শতাধীক নারী-পুরষ।