বগুড়ার সদর উপজেলার জয়বাংলার মোড় এলাকায় বুধবার দুপুরে প্রকাশ্যে রোহান চৌধুরী(২৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। তার বাড়ি সদরের মানিকচক এলাকায়। সে একটি মারপিট মামলায় অভিযুক্ত। ওই মারপিট ঘটনার জের ধরে এই হত্যাকান্ড হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর মানিকচক এলাকার শাওন গ্রুপ ওই এলাকার সাবেক ইউপি মেম্বারের ছেলে মুরগী ব্যবসায়ী সেলিমের উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আহত করে। এতে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এঘটনায় সদর থানায় মামলা হয়। নিহত রোহান, সন্ত্রাসী শাওন গ্রুপের সদস্য ছিলো। এদিকে সন্ত্রাসী হামলায় আহত সেলিমের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে মঙ্গলবার এলাকায় মানববন্ধনও হয়। পুলিশ জানায়, রোহানসহ কয়েক জন বুধবার দুপুরে জয়বাংলা মোড় এলাকা দিয়ে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন তাদের ধাওয়া করে এবং হামলা চালায়। এসময় রোহানকে পিটিয়ে হত্যা করা হয়। তার এক সহযোগী এতে আহত হয় বলে পুলিশ জানিয়েছে। বগুড়া সদর থানা পুলিশ জানিয়েছে, প্রতিপক্ষের হামলায় এঘটনা ঘটেছে। বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অভিযান চলছে।