ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে বিশ^ শিক্ষক দিবস পালন

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৫ অক্টোবর ২০২৩ ০৫:১৩:০০ অপরাহ্ন | দেশের খবর

৫অক্টোবর ২০২৩ বিশ^ শিক্ষক দিবস উপলক্ষ্যে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া প্রতিষ্ঠান মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু বলেন, ‘সারা বিশে^র সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে বিশ^ শিক্ষক দিবস পালনের মাধ্যমে শিক্ষকদের মর্যাদা সৃষ্টির একটি পথ তৈরি হলো। শিক্ষাকে যদি জাতির মেরুদণ্ড ধরা হয়, তাহলে শিক্ষক হলেন শিক্ষার মেরুদণ্ড। গুণগত শিক্ষা নিশ্চিত করতে হলে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাক্রম বাস্তবায়ন করা দরকার। মহান মুক্তিযুদ্ধের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ভঙ্গুর জাতিকে ত্বরান্বিত করার প্রথম পদক্ষেপ নিয়েছিলেন প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণের আওতায় আনা। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ ছাড়াও বিভিন্ন পর্যায়ের স্কুল, কলেজ, মাদ্রাসা জাতীয়করণ করেন। যা শিক্ষকের জীবন-মান পরিবর্তনে একটা বড় ভূমিকা পালন করে। পর্যায়ক্রমে বাংলাদেশ একটি আধুনিক, সমৃদ্ধশালী ও উন্নত দেশ হিসেবে বিশে^ প্রতিষ্ঠা লাভ করবে এই মহান পেশায় নিয়োজিত শিক্ষকবৃন্দের মাধ্যমে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনÑ কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি শহীদুল ইসলাম, স্কুল শাখার শিক্ষক প্রতিনিধি আনজুয়ারা খাতুন, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল করিম, সিনিয়র শিক্ষক মোঃ ফেরদৌস আলম, প্রাথমিক শাখার ইনচার্জ মঞ্জুরা পারভীন, সহকারী শিক্ষক মোঃ ওয়ায়েছ কুরুনী, ৯ম শ্রেণির শিক্ষার্থী জারিন তাসনিম তিথি প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সহকারী শিক্ষক মোঃ আল আমিন।