ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

বাঁশখালীতে শীতার্তদের মাঝে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী | প্রকাশের সময় : শনিবার ১১ জানুয়ারী ২০২৫ ০৯:৫৭:০০ পূর্বাহ্ন | দেশের খবর
বাঁশখালীতে শীতবস্ত্র বিতরণ করছেন সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন।

বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারী) সন্ধ্যায় বাঁশখালী উপজেলার মুনছরিয়া বাজার, টাইম বাজার, শিকদারের দোকান, চাম্বল বাজার, শেখেরখীল রাস্তার মাথা, নাপোড়া বাজার, পুইছড়ি বাজার এবং প্রেমবাজারের বিভিন্ন স্থানে নিম্নআয়ের এবং অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো: জসিম উদ্দিনের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র প্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ