ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

বাঁশ-লাঠি হাতে ইবি ছাত্রলীগ নেতাকর্মীদের মিছিল

ইবি প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৬ জুলাই ২০২৪ ০৯:১৬:০০ অপরাহ্ন | শিক্ষা

ক্যাম্পাসের পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রাখার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল পৌনে তিনটার দিকে ক্যাম্পাসের জিয়া মোড় থেকে বিক্ষোভ শুরু হয়। এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে বাঁশ ও বিভিন্ন লাঠিসোঁঠা দেখা যায়।

 

মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও কুষ্টিয়া-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নীচে সমাবেশ করে তারা। এসময় সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়সহ সংগঠনটির দুই শতাধিক নেতা কর্মী সেখানে উপস্থিত ছিলেন।

 

মিছিলে ‘ শিবির পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়িনাই’, ‘বঙ্গবন্ধুর বাঙলায়, রাজাকারদের ঠাঁই নাই'—সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে নেতাকর্মীরা।

 

সমাবেশে নেতাকর্মীরা বলেন, শিক্ষার্থীদের যেকোন যৌক্তিক দাবির সঙ্গে ছাত্রলীগ সবসময় সংহতি প্রকাশ করেছে। কোটা আন্দোলন যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছিলো, কিন্তু অসাধু চক্র এর পিছনে লেগে গেছে। । স্বাাধীনতা বিরোধী শক্তিরা সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে দেশে অরাজকতার সৃষ্টি করছে। ক্যাম্পাসে রাজাকার রাজাকার সেøাগান দেওয়া হচ্ছে। এ দেশের পবিত্র মাটিতে যদি কেউ রাজাকার রাজাকার স্লোগান দেয় তবে তাদের এক বিন্দু ছাড় দেওয়া হবে না। এসময় ক্যাম্পাসের পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশনা দেন শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক।