ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়া জেলা শাখার মে দিবস পালন

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : রবিবার ১ মে ২০২২ ০৪:৪৪:০০ অপরাহ্ন | দেশের খবর

 বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়া জেলা শাখার উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালী এবং আলোচনা সভা ১লা মে সকাল সাড়ে ৯টায় সাতমাথাস্থ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদ কার্যালয়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শ্রমিক নেতা ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলাম জিন্না, সাধারন সম্পাদক কমরেড মোঃ আমিনুল ফরিদ, কৃষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সন্তোষ কুমার পাল, উদীচী বগুড়া জেলা সংসদের সহ-সভাপতি এড: লুৎফর রহমান, কমিউনিস্ট পার্টি বগুড়া সদর উপজেলা জেলা কমিটির সাধারন সম্পাদক অখিল পাল, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা সেলিম রেজা, শ্রমিক নেতা আবদুল কুদ্দুস, যুব ইউনিয়ন বগুড়া সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান আাহমেদ রবিন, ক্ষেতমজুর সমিতি বগুড়া সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সোহাগ মোল্লা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি ছাত্রনেতা সাদ্দাম হোসেন প্রমুখ। 

সভা সঞ্চালন করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মতিয়ার রহমান। বক্তারা বলেন, মে দিবস হলো শ্রমিক শ্রেণির আন্তর্জাতিক সংহতি দিবস এবং পুঁজিবাদী শোষণ ও মজুরি দাসত্ব থেকে নিজেদের মুক্তকরার অঙ্গিকারের দিন। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা বুকের তাজা রক্ত দিয়ে ৮ ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠা করে। ১ লা মে হে মার্কেটের শ্রমিকেরা ধর্মঘট পালন অবস্থায় এক বিশাল সমাবেশ সংঘটিত করে। ৩ তারিখে সমাবেশে পুলিশ গুলি চালায় এবং ৬ জন শ্রমিক হত্যা করে। এই হত্যাকান্ডের প্রতিবাদে ৪ তারিখে হে মার্কেট স্কয়ারে পুলিশ গুলি করে ৪ জন আন্দোলনরত শ্রমিককে হত্যা করে। হাজার হাজার শ্রমিককে গ্রেফতার করে এবং প্রহসনের বিচারের মাধ্যমে ৪ জন শ্রমিক নেতাকে ফাঁসি দেয়। তবুও শ্রমিক আন্দোলন অব্যহত থাকে এবং ৮ ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠা করতে সরকার কে বাধ্য করে। নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে শ্রমিকদের এখনো ৮ ঘন্টার বেশি কাজ করতে হয়। তারা ট্রেড ইউনিয়ন অধিকার থেকেও বঞ্চিত। বেকারত্ব, শোষণ, নির্যাতন, ছাঁটাই জেল-জুলুম নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

পুঁজিবাদ শোষণ নির্যাতনের সমাজ ব্যাবস্থা। এই সমাজ ব্যাবস্থা পরিবর্তন করতে হবে।শোষণহীন, শ্রেণিহীন সাম্যের সমাজ ব্যবস্থা ছাড়া শ্রমজীবী গরীব মেহনতী মানুষের কোনো মুক্তি নেই।শ্রমিক আন্দোলনকে সমাজ পরিবর্তনের আন্দোলনে রুপান্তর করতে হবে।নেতৃবৃন্দ ৮ ঘন্টা কর্মদিবসের আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।