হবিগঞ্জের বানিয়াচংয়ে সড়ক পরিবহন আইন সম্পর্কে চালকদের অবহিতকরণের লক্ষ্যে একদিনের অবহিতকরণ প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। রোববার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অবহিতকরণ প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ের যানবাহন সিএনজি, ইজিবাইক ও মোটরসাইকেল চালকদের সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে ধারনা দিতে এই প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়।
বানিয়াচং উপজেলা পরিষদের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। প্রধান অতিথি হিসেবে উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিআরটিএ‘র সহকারী কর্মকর্তা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, এরশাদ আলী, এসআই ফারুক আহমেদ, চালক ও শ্রমিক নেতা সাজিদুর রহমান, জামিল মিয়া প্রমূখ। প্রশিক্ষণে বিভিন্ন যানবাহনের ৭৫ জন চালক অংশগ্রহন করেছেন। আগামী সপ্তাহে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণে আরও ৭৫ জন চালক প্রশিক্ষণ গ্রহন করবেন বলে আয়োজক উপজেলা পরিষদ থেকে জানানো হয়েছে।