ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান

সালেহ্ বিপ্লব, ঢাকা | প্রকাশের সময় : শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ ১০:৫৩:০০ অপরাহ্ন | জাতীয়
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সাথে ভার্চুয়ালি মতবিনিময় করেন তারেক রহমান: বাসস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় গেলে সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের চ্যালেঞ্জ মেটানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আলাদা অধিদপ্তর গঠন করবে। শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ‘এলজিইডি-আরডিইসি’ ভবন মিলনায়তনে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। মতবিনিময় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাসস

বিএনপি এবং প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদ (পিএনএসপি) যৌথভাবে এই অনুষ্ঠানের আযোজন করে। বিভিন্ন সংস্থার প্রায় ১৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

তারেক রহমান বলেন, সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য একটি পৃথক অধিদপ্তর গঠনের পরিকল্পনা আমাদের রয়েছে। এটি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য সুনির্দিষ্ট কর্মসূচি পরিচালনার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজের সমন্বয় করবে।

তারেক রহমান বলেন, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে বিএনপি প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে। তাঁর দল বিএনপি সমাজকল্যাণ, স্বাস্থ্য, প্রাথমিক ও গণশিক্ষাসহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সমন্বয়ে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিবন্ধন প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে চায়, যাতে তাদের একজনও  সামাজিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয়।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচত হয়ে ক্ষমতায় গেলে আমরা সকল গণপরিবহন এবং সরকারি ও বেসরকারি ভবনকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবান্ধব করার জন্য একটি সমন্বিত উদ্যোগ নিতে চাই। 

তিনি বলেন, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রশিক্ষণ প্রদান করে কিন্তু প্রশিক্ষণ শেষে প্রতিবন্ধী নাগরিকদের চাকরি পেতে অনেক সময় সমস্যা হয়। এ বিষয়ে বিএনপির একটি পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা বৃহৎ কোম্পানিগুলোকে শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগে উৎসাহিত করার উদ্যোগ নিতে চাই। যদি কোন কোম্পানি নির্দিষ্ট শতাংশ প্রতিবন্ধী নাগরিক নিয়োগ করে, তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের কর মওকুফের সুবিধা প্রদান করা হবে।

তারেক রহমান বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমস্যা সমাধানের জন্য আলাদা অধিদপ্তর গঠন, জেলা সদর হাসপাতালগুলোতে বিশেষায়িত ইউনিট স্থাপন, প্রত্যন্ত অঞ্চলে মোবাইল হেলথ ক্লিনিক চালু, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সহায়ক উপকরণসমূহ দেশে তৈরির কারখানা স্থাপন, প্রতিবন্ধী শিশুদের শারীরিক সক্ষমতা গড়ে তুলতে প্রশিক্ষণ ও স্কিল ডেভেলপমেন্ট, প্রান্তিক থেকে কেন্দ্রীয় পর্যন্ত খেলাধুলার সিস্টেমেটিক ডেভেলপমেন্ট এবং টুর্নামেন্টের মাধ্যমে প্যারা অলিম্পিকের সহায়তা করা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা যারা আপনাদের মতন কঠিন শারীরিক বা মানসিক সমস্যার সম্মুখীন হইনি তারা কিন্তু অনেক সময় বুঝতে পারি না কি অসীম বাধা অতিক্রম করে আপনারা স্বপ্ন দেখেন এবং আমাদেরকে স্বপ্ন দেখান বা দেখতে শিখান।

অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কথা শুনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে এখানে এসে আমার কাছে নতুন জগৎ উন্মোচিত হয়েছে। এখানে না আসলে এর সঙ্গে পরিচিত হতে পারতাম না। আমরা আপনাদের সহযাত্রী। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সমস্যাগুলো চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সাথে তারেক রহমানের এই মতবিনিময় অনুষ্ঠানে সম্পৃক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, বিএনপি মিডিয়া সেলের সদস্য ডা. মোস্তফা আজিজ সুমন, বিএনপি মিডিয়া সেলের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা শারমিন পুতুল, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম রনি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এম সাঈদ খান, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ফারহান আরিফ।

বায়ান্ন/এসবি