ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

বিএসআরএম কারখানার স্ক্র্যাপের মধ্যে মিললো মর্টার শেল

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ৯ মে ২০২২ ১০:৫১:০০ পূর্বাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম'র কারখানায় স্ক্র্যাপ লোহার মধ্যে মর্টার সেল পাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৮ মে) আমদানি করা স্ক্র্যাপ লোহা বাছাইয়ের সময় শ্রমিকরা মর্টার সেল সদৃশ ধাতব বস্তুটি দেখতে পান।

পরে পুলিশে খবর দিলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজমের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা মর্টার সেলটি নিষ্ক্রিয় করেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রোববার রাতে তিনি জানান, গতকাল শনিবার বিএসআরএমের সীতাকুণ্ড কারখানায় বিদেশ থেকে আনা স্ক্র্যাপ বাছাইয়ের সময় মর্টার সেল সদৃশ একটি বস্তু শনাক্ত হলে শ্রমিকেরা পুলিশে খবর দেয়। পরে সিএমপির কাউন্টার টেরোরিজমের বোম্ব ডিজপোজল ইউনিটের সদস্যরা রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে এসে মর্টার সেলটি নিষ্ক্রিয় করে।