ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ই অগ্রহায়ণ ১৪৩১

বিশ্বকর্মা পূজায় গাইবান্ধা ব্রীজরোড দুর্গাবাড়ি মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত

সঞ্জয় সাহাঃ | প্রকাশের সময় : রবিবার ১৮ সেপ্টেম্বর ২০২২ ০৬:১৯:০০ অপরাহ্ন | দেশের খবর

 বিশ্বকর্মা পূজা উপলক্ষে গাইবান্ধা ব্রীজরোড দুর্গাবাড়ি মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্রীজরোড দুর্গাবাড়ি মন্দির কমিটির আয়োজনে বিশ্বকর্মা পূজা উপলক্ষে শনিবার রাতে অত্র মন্দির এর অফিস রুমে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সুশান্ত কুমার মাহাতো।

ব্রীজরোড দুর্গাবাড়ি মন্দির কমিটির সভাপতি দূর্লভ চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অত্র মন্দির কমিটির সাধারন সম্পাদক নিলাদ্রী সরকার।
সঞ্চালনা করেন মন্দির কমিটির সদস্য সাংবাদিক সঞ্জয় সাহা।

এ সময় উপস্থিত ছিলেন- মন্দির কমিটির সিনিয়র সহ-সভাপতি দীপক কুমার সিংহ, কোষাধ্যক্ষ স্বপন সরকার,  সদস্য অশোক  সরকার, লাভা দে,  লাটুন সরকার, মিঠু মহন্ত সহ অনেকে।

এর আগে অতিথিকে ফুল দিয়ে বরন করেন মন্দির কমিটির মাতৃসঙ্গের সদস্য ছায়া রানী সরকার।

উল্লেখ্য,বিশ্বকর্মা পূজা বা বিশ্বকর্মা জয়ন্তী হচ্ছে একটি হিন্দুধর্মীয় উৎসব। হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পূজা করা হয়। তাঁকে স্বয়ম্ভু এবং বিশ্বের স্রষ্টা হিসাবে বিবেচনা করা হয়। তিনি দেবতা কৃষ্ণের রাজধানী পবিত্র দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন।