ব্রাহ্মণবাড়িয়া সুশীল সমাজের অগ্রণী ব্যাক্তিত্ব, জেলা নাগরিক কমিটির সভাপতি, ন্যাশনাল হার্ট ফাউণ্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি, ব্রাহ্মণবাড়িয়াস্থ কুমিল্লা সমিতির সভাপতি, জেলা বিএমএ'র দীর্ঘকালীন সাবেক সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য, বিশিষ্ট দানশীল ব্যাক্তিত্ব ডা. মোহাম্মদ বজলুর রহমান আর বেঁচে নেই। রোববার (০৭ আগস্ট) দিবাগত রাত দেড়টায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে ৬৫ বছর বয়সে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন, ইন্নালিল্লাহি----রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজনহ বহু গুণগ্রাহীকে করে গেছেন শোকাহত।
সোমবার সকাল ১১ টায় জেলা শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ ময়দানে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাযা শেষে বিভিন্ন সংগঠন ও তাঁর কর্মময় জীবনের সুহৃদ এবং স্বজনরা তাঁকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে মরহুমের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সোনার বাংলা ডিগ্রী কলেজ মাঠে দ্বিতীয় নামাজে জানাযা শেষে উপজেলার ভবানিপুর গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে চিকিৎসক সমাজসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।