মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লেগে নিহত হন প্রবাসফেরত যুবক আল আমিন। বুধবার (৪ অক্টোবর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। নিহত আল আমিন (৩৮) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামের পশ্চিম পাড়ার সুরুজ মিয়ার ছেলে।
নিহতের পরিবার, ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা গেছে, আল আমিন মধ্যপ্রাচ্যের কাতার প্রবাসী ছিলেন। বিগত দুই মাস আগে ছুটিতে দেশে আসে আল আমিন। বুধবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে নাটাই বটতলী বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কবরস্থানের দেয়ালে ধাক্কা লেগে গুরুতর আহত হন। এসময় পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আড়াইশ' শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরণ করেন। ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'ঢাকায় নেওয়ার পর এক প্রবাসীর মৃত্যুর খবর জানতে পেরেছি। এ বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।